শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৮ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৯, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১৬:২২, ১৭ মার্চ ২০২৫

এসবিবিএস-এর ইফতার মাহফিলে সদস্যদের জন্য লিগ্যাল সাপোর্ট ও কমিউনিটি সেবার ঘোষণা  

এসবিবিএস-এর ইফতার মাহফিলে সদস্যদের জন্য লিগ্যাল সাপোর্ট ও কমিউনিটি সেবার ঘোষণা  
ছবি: সংগৃহীত

ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সংগঠন দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর্স (এসবিবিএস) সদস্যদের পেশাগত সহায়তা ও কমিউনিটির জন্য বিনামূল্যে আইনি পরামর্শ সেবা চালুর ঘোষণা দিয়েছে। গত শুক্রবার (১৪ মার্চ) পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় সংগঠনের "মিট দ্য প্রেস", চুক্তি স্বাক্ষর ও ইফতার অনুষ্ঠানে এসব পরিকল্পনা উপস্থাপন করা হয়।  

এসবিবিএস সদস্যদের প্রফেশনাল ইনডেমনিটি ও অন্যান্য ইন্স্যুরেন্স সেবা নিশ্চিতে হেরা ইনডেমনিটির সাথে এবং লিগ্যাল সার্চেস সেবার জন্যে এক্সপ্রেস লিগ্যাল সার্ভিসের সাথে দুইটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে। চুক্তি অনুযায়ী কোম্পানি দুইটি এসবিবিএস সদস্যদের ও সলিসিটর্স ফার্মকে হ্রাসকৃত ফিতে ইন্স্যুরেন্স ও রেগুলেটেড লিগ্যাল সার্চেস সেবা দিবে।

নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ নুরুল গাফ্ফার কমিটির গৃহীত বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে সভায় অবহিত করেন, যার মধ্যে রয়েছে ফ্রি আইনি পরামর্শ সেবায় এসবিবিএস লিগ্যাল শো, লিগ্যাল আপডেট ও সদস্যদের বছরব্যাপী সিপিডি ট্রেনিং, ইন্টারেক্টিভ ওয়েবসাইট, এসআরএ ও অন্য রেগুলেটরদের সাথে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এডভোকেসি করা ইত্যাদি।

গাফ্ফার আরও জানান, সদস্যদের বাংলাদেশে এডভোকেটশীপ প্রাপ্তি সহজীকরণে কমিটি কাজ করছে। কমপ্লায়েন্স এন্ড কমপ্লেইন হ্যান্ডলিং সাপোর্টের জন্যে তার নেতৃত্বে কমিটি রয়েছে, যে কোনো সদস্য গোপনীয়তার সাথে তাদের সহযোগিতা নিতে পারবেন।

সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের প্যাট্রন ইমিগ্রেশন ট্রাইব্যুনালের জজ বেলায়েত হোসাইন, সলিসিটর তাজ শাহ, ব্যারিস্টার নাজির আহেমদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনসহ বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার ও হেড অব চ্যান্সেরি শাহরিয়ার মোশাররফ, এসবিবিএসের সাবেক সভাপতি দেওয়ান মেহেদী, ফরিদা হাকিম, এহসান হক, বিভিন্ন ফার্মের প্রিন্সিপাল সলিসিটর্স, সম্পাদক, সাংবাদিকসহ শতাধিক আইনজীবী। 

সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনসাত হাবিব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন কমিটি সদস্যদের সাথে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। শেষে সমাজের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন সলিসিটর আব্দুল্লাহ মোহাম্মদ।  

সর্বশেষ

জনপ্রিয়