শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৮ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ঘৃণার রেকর্ডসংখ্যক অভিযোগ

যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ঘৃণার রেকর্ডসংখ্যক অভিযোগ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ইসলামবিদ্বেষ পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা’র নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অভিযোগের সংখ্যা আগের বছরের তুলনায় ৭৩% বৃদ্ধি পেয়েছে। গত বছর মোট ৬ হাজার ৩১৩টি অভিযোগ নথিভুক্ত হয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

টেল মামা’র নির্বাহী ইমান আত্তা সতর্ক করে বলেন, “এটি যুক্তরাজ্যে মুসলমানদের জন্য সবচেয়ে বিপজ্জনক সময়।” ২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার তথ্য অনুসারে, ২০২৪ সালে নথিভুক্ত অভিযোগের ৫,৮৩৭টিই তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। এটি ২০২১ সালের তুলনায় ৭২% বেশি। আত্তার মতে, ইসরায়েল-গাজা যুদ্ধের পর বৈশ্বিক উত্তেজনা এবং মুসলমানদের প্রতি “সন্ত্রাসী” বা “হুমকি” হিসেবে চিহ্নিত করার প্রবণতা এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামবিদ্বেষী ঘটনায় পুরুষরা নারীদের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। অপরদিকে, অনলাইন প্ল্যাটফর্মে ঘৃণামূলক বক্তব্য ও হামলার ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ব্রিটিশ সরকার এক বিবৃতিতে এটিকে “গুরুতর উদ্বেগ” বলে অভিহিত করে সকল ধর্মীয় ও জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে। তবে মুসলিম নেতারা অভিযোগ করেন, অভিযোগের পরিমাণ বাড়লেও বিচার প্রক্রিয়া এখনও ধীরগতির।  

সর্বশেষ

জনপ্রিয়