শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৮ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

এআই ঘোষণাপত্রে কেন সই করল না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য?

এআই ঘোষণাপত্রে কেন সই করল না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য?
ছবি: সংগৃহীত

"অন্তর্ভুক্তিমূলক ও টেকসই এআই" বিষয়ক ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সই করেনি। এই সিদ্ধান্ত এআই-এর বৈশ্বিক শাসন ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের পথে বাধা হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সের গ্র্যান্ড প্যালাইসে মঙ্গলবার অনুষ্ঠিত এ সম্মেলনে ৬০টি দেশ ও প্রতিষ্ঠান ঘোষণাপত্রে সমর্থন জানালেও দুই শক্তিধর রাষ্ট্রের অনুমোদন না দেওয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
ঘোষণাপত্রে এআই প্রযুক্তির নৈতিক, স্বচ্ছ ও নিরাপদ ব্যবহার, মানবকল্যাণ এবং পরিবেশগত টেকসই উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। ফ্রান্স, চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডাসহ অংশগ্রহণকারী দেশগুলোর লক্ষ্য এআই-কে বৈশ্বিক সহযোগিতার ভিত্তিতে নিয়ন্ত্রণ করা। সম্মেলন আয়োজকরা আশা করছেন, আগামী কয়েক ঘণ্টায় আরও কয়েকটি দেশ এতে সই করবে।  
তবে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্রের বক্তব্যে উঠে আসে ভিন্ন মত। তাদের মতে, ঘোষণাপত্রে এআই-এর বৈশ্বিক শাসন কাঠামো এবং জাতীয় নিরাপত্তায় প্রযুক্তির প্রভাব যথেষ্ট গুরুত্ব পায়নি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইইউয়ের "অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক নীতি"কে এআই শিল্পের বিকাশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি চীনের সঙ্গে এআই খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও সতর্ক করেন।  
এআই অ্যাকশন সামিটে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, নীতিনির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল এআই-এর সুবিধা ও ঝুঁকি নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক সহমর্মিতা গড়ে তোলা। কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনড় অবস্থান এ ক্ষেত্রে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।

সর্বশেষ

জনপ্রিয়