শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৮ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:২১, ১ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে বেড়েছে এলজিবি পরিচয় দেওয়া তরুণে সংখ্যা

যুক্তরাজ্যে বেড়েছে এলজিবি পরিচয় দেওয়া তরুণে সংখ্যা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে তরুণদের মধ্যে সমকামী, উভকামী ও সমলিঙ্গপ্রেমীদের আধিক্য নিয়ে নতুন পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। ৩০ জানুয়ারি ২০২৫-এ যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-এর নতুন তথ্য অনুযায়ী, দেশটির তরুণদের মধ্যে সমকামী, উভকামী ও সমলিঙ্গপ্রেমী (এলজিবি) হিসেবে স্বীকৃতির হার গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। 

২০২৩ সালের জরিপে দেখা গেছে, ১৬-২৪ বছর বয়সীদের ১০.১% নিজেদের এলজিবি হিসেবে চিহ্নিত করে, যা ২০১৮ সালের ৪.৪% থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।  

এই বৃদ্ধির মূল কারণ উভকামী পরিচয়ের প্রসার। ২০২৩ সালে ১৬-২৪ বছর বয়সী নারীদের ৯.২% নিজেকে বাইসেক্সুয়াল বলে দাবি করেছে, যা পুরুষদের (৫.৯%) তুলনায় প্রায় দ্বিগুণ। সামগ্রিকভাবে, ২১ লাখ ব্রিটিশ নাগরিক এখন এলজিবি হিসেবে পরিচয় দেয়, যা ২০১৮ সালের ১২ লাখের চেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি।  

এলজিবিটিকি প্লাস (+) অধিকার সংগঠন স্টোনওয়ালের প্রধান নির্বাহী সাইমন ব্লেক এটিকে "সরকার ও প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা" বলে উল্লেখ করেন। তার মতে, "তরুণরা সমতা চায়। তাদের অধিকার সংকোচনের চেষ্টা সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে।"  

বয়সভেদে এই পরিচয়ের হারেও পার্থক্য লক্ষণীয় ২৫ বছরের নিচে ১০%, ২৫-৩৪ বছর বয়সীদের ৬.৩%, অন্যদিকে ৬৫+ বয়সীদের মাত্র ১%। অঞ্চলভিত্তিতেও বৈষম্য রয়েছে—লন্ডনে সর্বোচ্চ ৫.২% এবং উত্তর আয়ারল্যান্ডে সর্বনিম্ন ২.২%।  

ওএনএস-এর মতে, সমকামী বিবাহের বৈধতা (২০১৪) এবং সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচিউডস জরিপে দেখা গেছে, ১৯৮৩ সালে ৫০% মানুষ সমকামিতাকে "ভুল" মনে করলেও ২০২২ সালে এই হার নেমে আসে ৯%-এ।  

সর্বশেষ

জনপ্রিয়