যুক্তরাজ্যের বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে কোকাকোলা

যুক্তরাজ্যের বাজার থেকে কোকাকোলার জনপ্রিয় কোমল পানীয়গুলো প্রত্যাহার করা হচ্ছে। কোকাকোলা অরিজিনাল টেস্ট, কোকা-কোলা জিরো সুগার, ডায়েট কোক এবং স্প্রাইট জিরো-সহ বেশ কয়েকটি পণ্যের বোতলে ক্ষতিকর ক্লোরেটের মাত্রা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা অতিক্রম করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ ভোক্তাদের সুরক্ষার কথা বিবেচনা করে বহুজাতিক এই প্রতিষ্ঠান স্বেচ্ছায় পণ্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
ক্লোরেট একটি রাসায়নিক যৌগ, যা সাধারণত পানি বিশুদ্ধকরণ ও খাদ্য প্রক্রিয়াকরণে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। তবে ইউরোপীয় ফুড সেফটি অথরিটি সতর্ক করে দিয়েছে যে, খাদ্য বা পানীয়ে ক্লোরেটের মাত্রা নির্ধারিত সীমা ছাড়ালে তা স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যজটিলতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ক্লোরেট গ্রহণ রক্তের লোহিত কণিকা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং থাইরয়েড গ্রন্থির কার্যকারিতায় বাধা সৃষ্টি করতে পারে।
কোকাকোলা এর আগে বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস থেকে নিজেদের কোমল পানীয় তুলে নেয়। ইউরোপের বাকি দেশগুলোর বাজার থেকেও এসব পানীয় তুলে নেওয়া হবে বলে জানা গেছে।
ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি পক্ষ থেকে কোকাকোলার কোমল পানীয়গুলোর নমুনা পরীক্ষায় ধরা পড়েছে, তাতে প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় ক্লোরেট রয়েছে। ফলে এটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এর পরিপ্রেক্ষিতে ইউরোপের বাজার থেকে কোমল পানীয় প্রত্যাহার করছে কোকাকোলা।