লন্ডনের বিখ্যাত গ্যালারির নকশায় বাংলাদেশের মেরিনা

বিশ্বখ্যাত লন্ডনের সার্পেন্টাইন আর্ট গ্যালারির এবারের ডিজাইনার হিসেবে স্বীকৃতি পেলেন বাংলাদেশের খ্যাতনামা স্থপতি ও শিক্ষাবিদ মেরিনা তাবাসসুম। তার প্রতিষ্ঠান মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস-ও এই গৌরবের অংশীদার হয়েছে।
২০০০ সালে ডেম জাহা হাদিদের হাত ধরে শুরু হওয়া এ ঐতিহ্যবাহী আয়োজনের ২৫তম বর্ষপূর্তি উদযাপিত হবে মেরিনা তাবাসসুমের নকশা করা প্যাভিলিয়নের মাধ্যমে। এটি ২০২৫ সালের ৬ জুন সার্পেন্টাইন সাউথ-এ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
সার্পেন্টাইন গ্যালারির চিফ এক্সিকিউটিভ বেটিনা কোরেক এবং আর্টিস্টিক ডিরেক্টর হান্স উলরিচ ওব্রিস্ট বলেছেন, এবারের প্যাভিলিয়ন প্রকল্পটি সময় ও স্মৃতির সংযোগকে তুলে ধরবে এবং বৈশ্বিক ঐতিহ্যকে সম্মান জানাবে।
মেরিনা তাবাসসুম স্থাপত্যশিল্পে তার ব্যতিক্রমী প্রকল্পগুলোর জন্য বিশ্বজুড়ে সমাদৃত। ২০১৬ সালে তিনি আগা খান স্থাপত্য পুরস্কার অর্জন করেন। ২০২৪ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় উদ্ভাবক ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তিনি।
ঢাকায় জন্ম নেওয়া মেরিনা তাবাসসুমের বাবা ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ। পেশাগত জীবনে তিনি স্থাপত্যের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই নকশা তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
সার্পেন্টাইন প্যাভিলিয়নের ডিজাইনার হিসেবে নির্বাচিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেরিনা তাবাসসুম। গণমাধ্যমকে তিনি বলেন, এবারের প্যাভিলিয়নের নকশার ক্ষেত্রে আমরা স্থাপত্যের ক্ষণস্থায়ী প্রকৃতি নিয়ে চিন্তা করেছি, যা সময় ও স্মৃতির এক অনন্য সংযোগ তৈরি করবে।