পিএসএল অভিষেকে ৩ উইকেট নিয়ে রিশাদের বাজিমাত

রবিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। নিজের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন এই লেগ স্পিনার। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসাকে বসিয়ে একাদশে সুযোগ দেওয়া হয় তাকে। আর সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন। ৪ ওভারে ৩১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।
রিশাদের অন্তর্ভুক্তির ম্যাচে জয়ে ফিরেছে লাহোরও। পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা। রবিবার আগে ব্যাটিং করে লাহোর ৬ উইকেটে ২১৯ রান তোলে। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ১৪০ রানে অলআউট হয়েছে কোয়েটা। তাতে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে লাহোর। তারা জিতেছে ৭৯ রানের ব্যবধানে।
দলের জয়ে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের রিশাদ হোসেনের। ৩১ রানে তিনটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া শাহীন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা নেন দুটি করে উইকেট।
রিশাদ এবারই প্রথম কোন বিদেশি লিগে খেললেও গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততাসহ আরও কিছু কারণে যাওয়া হয়নি। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে লাহোর।