এনদ্রিকের গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

প্রতিপক্ষ শক্তির বিচারে পিছিয়ে থাকলেও মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে জমাট আক্রমণ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিপরীতে রিয়াল সোসিয়েদাদ বারবার রিয়ালের রক্ষণে ভীতি ছড়ায়। শেষ পর্যন্ত তরুণ এনদ্রিকের একমাত্র গোলে কোপা দেল রের ম্যাচটি জিতে নেয় মাদ্রিদের ক্লাবটি।
বুধবার রাতে সান সেবাস্তিয়ানে অনুষ্ঠিত কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচটি দিয়ে প্রথমবার স্পেনের প্রাচীন দলটির অধিনায়কত্ব করেন ভিনিসিউস জুনিয়র। ম্যাচজুড়ে ৪৯ শতাংশ পজিশন ধরে রেখে গোলের জন্য রিয়াল ১৪ শট নেয়, যার মাত্র ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে সোসিয়েদাদের ১১ শটের ৬টি লক্ষ্যে ছিল।
ম্যাচের ১৯তম মিনিটে দলকে এগিয়ে নেন এন্দ্রিক। জুড বেলিংহ্যামের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলকিপারকে পরাস্ত করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই মৌসুমে কোপা দেল রেতে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন এন্দ্রিক। আসরে ৪ ম্যাচে তার গোল হলো মোট ৪টি। ২৮তম মিনিটে ভিনিসিয়ুসের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি গোলরক্ষক আলেক্স রেমিরো।
ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল হয়নি। ফিরতি লেগের ম্যাচটি আগামী ১ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে।