শনিবার , ১২ এপ্রিল ২০২৫
Saturday , 12 April 2025
২৮ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বেলিংহ্যামের ইনজুরি টাইমের গোলে ম্যানসিটিকে হারালো রিয়াল

বেলিংহ্যামের ইনজুরি টাইমের গোলে ম্যানসিটিকে হারালো রিয়াল
ছবি: সংগৃহীত

তীব্র লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে ঘুরে দাঁড়িয়ে ম্যানসিটির বিপক্ষে জিতলো রিযাল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার তারা শেষ দিকে ১-২ গোলে পিছিয়ে ছিল। মিনিটখানেকের মধ্যে অবস্থা পাল্টে যায়। ইনজুরি টাইমে জুড বেলিংহ্যামের গোল গড়ে দেয় পার্থক্য। ৩-২ গোলে অবিশ্বাস্য জয় পায় তারা।
ইতিহাদ স্টেডিয়ামে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলের পর সিটির পক্ষে লক্ষ্যভেদ করেন কিলিয়ান এমবাপ্পে ও ব্রাহিম দিয়াজ।
১৯তম মিনিটে গোলমুখ খোলেন হাল্যান্ড। বুক দিয়ে বল নামিয়ে তার কাছে পাঠান জসকো জিভারদিওল। নিচু ভলিতে দূরের কোনা দিয়ে জাল কাঁপান ২৪ বছর বয়সী নরওয়ে তারকা। অফসাইডের আশঙ্কায় গোলটি ভিএআরে চার মিনিট চেকের পর সিটির পক্ষে রায় দেন রেফারি।
৬০তম মিনিটে ফ্রি কিকে বল অন্য খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে জালে বল জড়িয়ে দেন এমবাপ্পে।
৮০তম মিনিটে হাল্যান্ড পেনাল্টি স্পট থেকে ম্যানসিটিকে এগিয়ে দেন। বক্সের মধ্যে ডান হাঁটু দিয়ে ফিল ফডেনকে ফাউল করলে পেনাল্টি পায় সিটিজেনরা। তাদের কিপার থিবো কোর্তোয়া বল ঠেকানোর জন্য ভুল দিকে হাত বাড়ান। ছয় মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের শট এডারসন ভালোভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে দিয়াজ জাল কাঁপান।
ইংল্যান্ড তারকা বেলিংহ্যাম ৯২তম মিনিটে গোল করেন। বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের শূন্যে ভাসানো বল জন স্টোন্সের সামনে থেকে জালে জড়িয়ে দেন তিনি।
দিয়াজ বলেছেন, ‘জয় ও দলের দারুণ পারফরম্যান্সের জন্য আমি খুব খুশি। আমরা পরিপূর্ণ একটি ম্যাচ খেললাম। এটা ছিল সত্যিই দারুণ পারফরম্যান্স। গোল করে দলকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি। এখানে খেলা সহজ নয়, তাও আবার ভালো একটি দলের বিপক্ষে। কিন্তু এখনও হাতে দ্বিতীয় লেগ আছে, কাজ এখনও অসমাপ্ত।’
চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষ আট দলের মধ্যে থাকতে না পারায় শেষ ষোলোর জন্য প্লে-অফ খেলতে হচ্ছে রিয়াল ও ম্যানসিটিকে। মাদ্রিদে ১৯ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগ।
এদিকে দিনের প্রথম ম্যাচে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। উসমান দেম্বেলের করেছেন জোড়া গোল। শেষ ষোলোতে মোটামুটি এক পা দিয়ে রাখলো ফরাসি জায়ান্টরা।
জুভেন্টাস ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে পিএসভি আইন্দহোভেনকে। ৩-০ গোলে স্পোর্তিং সিপিকে হারিয়ে প্রথম লেগে আধিপত্য দেখায় বরুসিয়া ডর্টমুন্ড।
 

সর্বশেষ

জনপ্রিয়