শনিবার , ১২ এপ্রিল ২০২৫
Saturday , 12 April 2025
২৮ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে হামজা

এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে হামজা
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। যে তালিকায় স্বাভাবিকভাবে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। তবে তালিকার শেষ নামটি চমক জাগিয়েছে। কোচ জায়গা দিয়েছেন ফাহামেদুল ইসলাম নামে এক তরুণকে। ইতালি প্রবাসী ১৮ বছরের মিডিফিল্ডারকে ট্রায়ালে পরখ করতে চান কাবরেরা। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহামেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি দেন খুব কম বয়সে। ভারতের বিপক্ষে ২৫ মার্চ শিলংয়ে বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে দেশে এবং সৌদি আরবে দুই ধাপে দলকে প্রস্তুত করার কথা কাবরেরার। মার্চের প্রথম সপ্তাহে সৌদিতে চূড়ান্ত প্রস্তুতি নিতে কাবরেরা সঙ্গে করে নিয়ে যাবেন ২৮ ফুটবলার।
গত বছর ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রীতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজে কাবরেরা রেখেছিলেন ২৬ ফুটবলার। সেই তালিকা থেকে এবার বাদ পড়েছেন ফর্টিস এফসির মিডফিল্ডার দিদারুল আলম এবং ঢাকা আবাহনীর ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। পুরনো ২৪ জনকেই রাখা হয়েছে। এর সঙ্গে ডাকা হয়েছে ১৪ ফুটবলার। যাদের মধ্যে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া, লেস্টার সিটি থেকে সদ্য শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে যাওয়া মিডফিল্ডার হামজা চৌধুরী এবং ফিনল্যান্ডে সামরিক ট্রেনিং শেষে ফেরা ডিফেন্ডার তারিক কাজী অন্যতম।
হামজার যে অচিরেই অভিষেক হতে যাচ্ছে লাল-সবুজ জার্সিতে তা আগে থেকেই জানা। তার সংযুক্তিতে দলের শক্তি ও মনোবল অনেকটাই বাড়বে বিশ্বাস সবার। যদিও এখনো নিশ্চিত হয়নি তিনি কবে নাগাদ দলের সঙ্গে যুক্ত হবেন। তবে একেবারের ভাবনার বাইরে থেকে কোচ বেছে নিয়েছেন ফাহামেদুল ইসলামকে। ১৮ বছরের এই তরুণের মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েই তাকে রেখেছেন স্কোয়াডে। যদিও দলের সঙ্গে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন এবং কতটা কার্যকর হবেন, সেটা বলে দেবে সময়।
৩৮ জনের প্রাথমিক স্কোয়াড
গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান। ডিফেন্ডার : মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইশা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান শান্ত। মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী। ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়