আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি: শান্ত
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দল বৃহস্পতিবার রাতে দেশ ত্যাগ করবে। গ্রুপ পর্বেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের মতো শক্তিধর দল। তবে কঠিন এই গ্রুপেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এ ঘোষণা দেন।
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০