সোমবার , ০৭ এপ্রিল ২০২৫
Monday , 07 April 2025
২৩ চৈত্র ১৪৩১
০৮ শাওয়াল ১৪৪৬

খেলা বিভাগের সব খবর

এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে হামজা

এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে হামজা

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। যে তালিকায় স্বাভাবিকভাবে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। তবে তালিকার শেষ নামটি চমক জাগিয়েছে। কোচ জায়গা দিয়েছেন ফাহামেদুল ইসলাম নামে এক তরুণকে। ইতালি প্রবাসী ১৮ বছরের মিডিফিল্ডারকে ট্রায়ালে পরখ করতে চান কাবরেরা। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহামেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি দেন খুব কম বয়সে। ভারতের বিপক্ষে ২৫ মার্চ শিলংয়ে বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে দেশে এবং সৌদি আরবে দুই ধাপে দলকে প্রস্তুত করার কথা কাবরেরার। মার্চের প্রথম সপ্তাহে সৌদিতে চূড়ান্ত প্রস্তুতি নিতে কাবরেরা সঙ্গে করে নিয়ে যাবেন ২৮ ফুটবলার।

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০