নির্বাচনে জন্য এখনই আন্দোলনের প্রয়োজন নেই: নজরুল ইসলাম খান

নির্বাচনে জন্য এখনই আন্দোলনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন ।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি আশা করছে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচনে আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার।’
বৈঠকে নির্বাচন, নির্বাচনের রোডম্যাপ, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবি নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে ১২ দলীয় জোটের নেতাদের অবহিত করেন বিএনপি নেতারা।