যে সংস্কারের কথা বলা হচ্ছে তা এক মাসেই সম্ভব: আমির খসরু

সরকারের পক্ষ থেকে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা এক মাসেই করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এরপর নির্বাচনে আর বাধা থাকবে না।
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা আগামী এক মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, ঐকমত্য যেগুলোতে হবে সেগুলো সংস্কার হবে। বাকিগুলো হবে, প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে, আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে তারা কি চায়, সেটা নিয়ে সংসদে আসবে।’
আমির খসরু বলেন, ‘আর যেটাতে ঐকমত্য হবে সেটা ১ মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত তারা বলে দিয়েছে। আর কোনো ইস্যু নেই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে।’
আমীর খসরু জানান, বৈঠকে আমেরিকার বাড়তি শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বাংলাদেশ কী চিন্তা করছে, তা জানতে চায় প্রতিনিধি দল। একইসাথে নির্বাচন নিয়ে বিএনপি কী চিন্তা করছে, তা নিয়েও আলোচনা হয়।