বিড়ালপ্রেমী তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে আছেন। এরইমধ্যে গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে ছেলে তারেক রহমানের বাড়িতেই উঠেছেন তিনি। সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।
আজ বুধবার (১৬ এপ্রিল) তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিড়ালের সাথে তিনটি ছবি পোস্ট করেন।
বিড়ালপ্রেমী তারেক রহমানের পোস্ট করা ছবিগুলো সাথে সাথে সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রশংসা ভাসান অনুসারীরা।
ফেসবুকে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, যারা প্রাণী ভালোবাসে তাদের মন কঠিন হতে পারে না। আর আপনার পাশে এই বোবা বাচ্চাটিকে দেখে মন ভালো হয়ে গেল।
আরেকজন লিখেছেন, প্রাণীরাও বুঝে তারা কার কাছে নিরাপদ।