প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বিএনপির প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। এদিন দুপুর ১২টায় প্রতিনিধি দলকে সাক্ষাতের শিডিউল দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
ধারণা করা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বৈঠকে যোগ দেবেন।