সোমবার , ১৪ এপ্রিল ২০২৫
Monday , 14 April 2025
৩০ চৈত্র ১৪৩১
১৪ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৮, ৮ এপ্রিল ২০২৫

ফিলিস্তিন রক্ষায় মুসলমানদের এক হওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর

ফিলিস্তিন রক্ষায় মুসলমানদের এক হওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন রক্ষায় সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে’ নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাঙালি জাতি, মুসলিম জাতি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু যারা রুখে দাঁড়াবেন বলে আমরা প্রত্যাশা করি, তারা কার্যকর ভূমিকা না নিয়ে নিরব ভূমিকা পালন করছে। আমার মনে হয়, এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে এই মানবতার স্বপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মানবতার রক্ষা যদি আমরা না করতে পারি, তাহলে ইসলামকে রক্ষা করা, হযরত মোহাম্মদ (সা.) এর প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা সেটাও প্রশ্নের মধ্যে পড়ে যাবে।’  

জাতিসংঘের মানবতা সনদের সইকারী হিসেবে বাংলাদেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে কোনও মানবতাবিরোধী দেশ, জাতি, গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান থাকবে। আমরা সশস্ত্র সংগ্রাম এবং লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভূমি পেয়েছি। ৭১ সালের আমাদের বিরুদ্ধে গণহত্যা করেছিল পাকিস্তান। আমাদের বিরুদ্ধে তারা নির্মম নির্যাতন করেছিল। গণহত্যা কী, সেটা বাঙালি জাতি জানে। গণহত্যা কত নির্মম, ভয়ংকর সেটা জাতি ও দেশ হিসেবে আমরা জানি।’

সোমবার (৮ এপ্রিল) সারা বিশ্ব ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানবতার বিরুদ্ধে বাংলাদেশও ঘৃণা  প্রকাশ করেছে। আমাদের দেশের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতিকারী, কিছু ব্যবসা প্রতিষ্ঠানের তথাকথিত অভিযোগের নামে আক্রমণ এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার। এটা সমর্থনযোগ্য নয়। যারা এটা করেছে, তারা মানবতার কলঙ্ক। জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের অহংকার করার মতো যে মুক্তিযুদ্ধ, মানবতার স্বপক্ষে যে প্রতিবাদ, সেটাকে তারা কলঙ্কিত করেছে। আগামীতে এই লুটপাটকারী, দখলদারদের বিরুদ্ধে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়