সোমবার , ০৭ এপ্রিল ২০২৫
Monday , 07 April 2025
২৩ চৈত্র ১৪৩১
০৮ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৪, ২ এপ্রিল ২০২৫

মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রায় পাঁচ বছরেরও বেশি সময় পর বিদেশে চিকিৎসাধীন অবস্থায় নিজ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরমধ্যে স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি পার্কে তাকে ঘুরতে নিয়ে যান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।  

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, হুইলচেয়ারে বসা খালেদা জিয়াকে পার্কের ফুটপাতে ধীরে ধীরে ঘুরিয়ে নিচ্ছেন তার একান্ত সহকারী মো. মাসুদুর রহমান। পাশেই হাঁটছেন তারেক রহমান, তার স্ত্রী ও সন্তানরা। এছাড়া উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। পার্কে স্বল্পসময়ের এ ভ্রমণকে পরিবারের সঙ্গে ঈদের সান্নিধ্য ও শারীরিক সক্রিয়তা বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।  

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। সেখানে প্রথমে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তারেক রহমানের বাসায় স্থানান্তরিত হন তিনি। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস-এর তত্ত্বাবধানে এখনও চলছে তার চিকিৎসা।  

৭৯ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ ও আর্থ্রাইটিসে ভুগছেন। দেশে কারাবন্দি অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০২২ সালে সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তিদান করে, তবে বিদেশ ভ্রমণের অনুমতি দেয়নি। পরে কূটনৈতিক প্রক্রিয়ায় লন্ডনে চিকিৎসার সুযোগ পান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়