কাশ্মীরে হামলায় প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা

ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা ও প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক্সে দেওয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা এ নিন্দা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা ওই বার্তায় লিখেছেন, ‘কাশ্মীরের পাহেলগাম সন্ত্রাসী হামলার ফলে প্রাণহানিতে আমার গভীর সমবেদনা জানবেন। এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।’
ওই পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনঃব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা।
গতকাল মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ২৬ জন নিহত হন।
এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়, যার ফলে অনেকে আহত হয়।
বৈসরন পাহেলগাম পাহাড়ি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।
দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন প্রত্যাহার করেন।
এরআগে ২০২৪ সালের জুনে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন। তার আগে ২০১৯ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ৪৬ জন ভারতীয় সেনা।