শনিবার , ২৬ এপ্রিল ২০২৫
Saturday , 26 April 2025
১২ বৈশাখ ১৪৩২
২৬ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:২০, ২০ এপ্রিল ২০২৫

ট্রাইব্যুনালে মেজাজ হারালেন শাজাহান খান

ট্রাইব্যুনালে মেজাজ হারালেন শাজাহান খান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার সময় উত্তেজিত হয়ে পড়ে হেলমেট ছুড়ে ফেলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। রোববার (২০ এপ্রিল) সকালে রাজধানীর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশের প্রিজনভ্যান থেকে তাকে হাজতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন গণহত্যা মামলায় অভিযুক্তদের অন্যতম তিনি।  

ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার মুহূর্তে ক্ষুব্ধ হয়ে পড়েন শাজাহান খান। মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন তিনি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন।

এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় মোট ১৯ জন অভিযুক্তকে। তালিকায় রয়েছেন সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ একাধিক উচ্চপদস্থ ব্যক্তি। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্রী-শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

বিচারিক কার্যক্রম শুরু হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এই ১৯ জনকে ২০ এপ্রিল হাজির করার জন্য দিন ধার্য করেছিল। মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচার কার্যক্রমের অংশ হিসেবেই তাদের আদালতে তোলা হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়