ঢাকা যেন এক টুকরো ফিলিস্তিন

শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা ও গাজায় ইসরায়েলের নির্মম সামরিক আগ্রাসনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের পতাকা ও মুক্তির দাবিতে উত্তাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান চিত্রে পরিণত হয়েছে ফিলিস্তিনেরই প্রতীকী এক ভূ-খণ্ডে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ শাহবাগের দিকে যাত্রা শুরু করেন। টঙ্গী, উত্তরা, কেরানীগঞ্জ, গাবতলী, শ্যামলীসহ বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক ও পায়ে হেঁটে মানুষ সমবেত হন সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনি শিশু-নারী-বৃদ্ধের মৃত্যুর প্রতীকী লাশের মডেল বহন করে মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, “তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন!”। ইসরায়েলি পণ্য বয়কট, ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ ও ফিলিস্তিনি ভূমি মুক্তির দাবিতে গর্জে ওঠে শাহবাগ।
সমাবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মাদ আবদুল মালেকের সভাপতিত্বে বক্তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, হাসনাত আবদুল্লাহসহ নেতৃবৃন্দ ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন, তাবলিগ জামাতসহ ৫০টির বেশি সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
আয়োজকরা জানান, বাংলা, ইংরেজি ও আরবিতে পাঠ করা হয় ঘোষণাপত্র, যাতে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইসরায়েলি বসতি উচ্ছেদ, জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়ন ও যুদ্ধবিরতি চেয়ে দাবি উত্থাপন করা হয়।