শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
Friday , 18 April 2025
৪ বৈশাখ ১৪৩২
১৮ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫২, ৭ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ 

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ 
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকাসহ কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে শিক্ষার্থী, সুশীল সমাজ, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন।  

গত কয়েকদিন ধরে গাজায় হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী প্রতিবাদের ঢেউ বাংলাদেশেও আঘাত হেনেছে। শনিবার রাজধানীর সায়েন্সল্যাব, মোহাম্মাদপুর বাস স্ট্যান্ড, বসিলা ও উত্তরা মোড়ে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা "গাজায় গণহত্যা বন্ধ করো", "স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে আমরা অটল" ইত্যাদি স্লোগান দিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি তোলেন। মোহাম্মাদপুরে এক মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বেসরকারি কর্মচারীরা অংশ নেন। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়।  

মোহাম্মাদপুরে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া একজন বলেন, "আমরা টিভি পর্দায় দেখছি, ইসরায়েলি বোমার আঘাতে ফিলিস্তিনিরা আকাশে উড়ছে। এটা কোনো যুদ্ধ নয়, গণহত্যা। বিশ্বনেতারা কেন নীরব?" 

অপর এক বিক্ষোভকারী বলেন, "ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে।"  

আগ্রাসী হামলায় এ পর্যন্ত শিশু, নারী-পুরুষ নির্বিশেষে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ধ্বংস করা হয়েছে হাসপাতাল, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা।

সর্বশেষ

জনপ্রিয়