সোমবার , ০৭ এপ্রিল ২০২৫
Monday , 07 April 2025
২৩ চৈত্র ১৪৩১
০৮ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৫, ৬ এপ্রিল ২০২৫

শেষ হলো ছুটি, খুলেছে অফিস-আদালত

শেষ হলো ছুটি, খুলেছে অফিস-আদালত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। সেই সঙ্গে খুখেছে ব্যাংক, বিমা ও আদালত। যদিও বেসরকারি অনেক অফিস খুলেছে আগেই।

আজ রোববার (৬ এপ্রিল) থেকে সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই শনিবারের মধ্যে পৌঁছে গেছেন ঢাকায়। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

গত ৩১ মার্চ পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদ উপলক্ষে ৩০, ৩১ মার্চ ও ১ এপ্রিল নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে সরকার।

ঈদুল ফিতরের সাধারণ ছুটি শুরু হওয়ার আগে গত ২৮ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটির দিন। আর ঈদের ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ও শনিবার হওয়ায় আরও দুদিন ছুটি মেলে। সব মিলিয়ে ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। সেই হিসেবে ব্যাংক-বিমার অফিসও টানা ৯ দিন বন্ধ থাকে।

সর্বশেষ

জনপ্রিয়