মার্কিন শুল্ক সমাধানে তৎপর সরকার

যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যে ৩৭% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় জরুরি ভিত্তিতে সমাধান খুঁজতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পর এই পরিস্থিতি থেকে উত্তরণ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর গতকাল শুক্রবার ছুটির মধ্যেই অনানুষ্ঠানিক বৈঠক করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা, অর্থ ও বাণিজ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আজ শনিবারও এ বিষয়ে প্রাক্-প্রস্তুতিমূলক বৈঠক করবেন সংশ্লিষ্টরা। তবে সরকারের এ তৎপরতা বাস্তবে দৃশ্যমান হবে আগামীকাল রোববার।
বাণিজ্য মন্ত্রণালয়সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানাতে আগামীকাল বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এজন্য মার্কিন রাষ্ট্রদূতকে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে আরোপিত শুল্ক প্রত্যাহার এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘ আলোচনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।