শনিবার , ১৯ এপ্রিল ২০২৫
Saturday , 19 April 2025
৬ বৈশাখ ১৪৩২
২০ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:১৮, ১৯ এপ্রিল ২০২৫

আমেরিকায় বাতিল হওয়া শিক্ষার্থী ভিসার অর্ধেকই ভারতীয়, রয়েছে বাংলাদেশিও

আমেরিকায় বাতিল হওয়া শিক্ষার্থী ভিসার অর্ধেকই ভারতীয়, রয়েছে বাংলাদেশিও
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ নিয়ে বাড়ছে উদ্বেগ, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে। আমেরিকান অভিবাসন আইনজীবী সমিতির (এআইএলএ) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বাতিল হওয়া ৩২৭টি শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় ৫০ শতাংশই ভারতীয় শিক্ষার্থীদের। এই ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৪ শতাংশ চীনের, বাকিরা দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশের মতো দেশ থেকে এসেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এআইএলএ–এর ‘দ্য স্কোপ অব ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অ্যাকশনস অ্যাগেইনস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ শীর্ষক প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, নেপাল এবং বাংলাদেশের শিক্ষার্থীও এই তালিকায় রয়েছেন। 

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলতি বছর যুক্তরাষ্ট্রের ১৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ও স্নাতকের ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির শিক্ষার্থীদের তথ্য ভান্ডার স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমে এ তথ্য উঠে এসেছে।

বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানিয়েছে, শিক্ষার্থীদের বিষয়ে এমন সিদ্ধান্তের কারণ জানায়নি সরকার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৪০টি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও দেশটিতে থাকার বৈধতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

 ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে, নাকি তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। 
 

সর্বশেষ

জনপ্রিয়