রোববার , ১৩ এপ্রিল ২০২৫
Sunday , 13 April 2025
২৯ চৈত্র ১৪৩১
১৩ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ৯ এপ্রিল ২০২৫

চীনা পণ্যে ১০৪% শুল্ক কার্যকর, বাণিজ্য যুদ্ধে টানটান উত্তেজনা

চীনা পণ্যে ১০৪% শুল্ক কার্যকর, বাণিজ্য যুদ্ধে টানটান উত্তেজনা
ছবি: সংগৃহীত

বেশ কিছু চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০৪ শতাংশ আমদানি শুল্ক আজ বুধবার থেকেই কার্যকর হতে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, লেভিট সংবাদ সম্মেলনে জানান, "চীনের প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতির অংশ হিসেবে এই শুল্ক আজ থেকেই কার্যকর হচ্ছে।"  

গত ২ এপ্রিল ট্রাম্প চীনসহ বিভিন্ন দেশের পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দেন। এতে চীনা পণ্যে শুল্ক ২০% থেকে বেড়ে ৩৪% হয়। এর জবাবে চীন মার্কিন পণ্যে ৩৪% শুল্ক আরোপ করে, যা আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এ প্রেক্ষাপটে ট্রাম্প গত সোমবার ট্রুথ সোশ্যালে হুমকি দেন, "চীন যদি মঙ্গলবারের মধ্যে শুল্ক প্রত্যাহার না করে, তবে অতিরিক্ত ৫০% শুল্ক যোগ হবে।" ফলে চীনা পণ্যে মোট শুল্ক দাঁড়ায় ১০৪%। তবে চীন ট্রাম্পের এই আল্টিমেটাম উপেক্ষা করায় আজ থেকে নতুন শুল্ক কার্যকর হলো।  

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল স্পষ্ট জানান, "যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্তের জবাবে চীন কখনোই নতি স্বীকার করবে না। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।" তিনি মার্কিন হুমকিকে "প্রতারণাপূর্ণ" আখ্যা দিয়ে বলেন, "এটি এক ভুলের ওপর আরেকটি ভুল। চীনের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থে আঘাত দেওয়া হবে না।"  

বিশ্লেষকদের মতে, এই শুল্ক যুদ্ধ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি করবে। দুই অর্থনৈতিক মহাশক্তির এই টানাপোড়েনে আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্যবৃদ্ধি ও সরবরাহে বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসেই চীন-মার্কিন উচ্চপর্যায়ের আলোচনা নির্ধারিত থাকলেও, এই উত্তপ্ত পরিস্থিতিতে সমঝোতার সম্ভাবনা অনিশ্চিত।  

সর্বশেষ

জনপ্রিয়