যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে বিক্ষোভের ঢেউ উঠেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর সরকারি কর্মী ছাঁটাই, নির্বাহী ক্ষমতার অপব্যবহার এবং কর্পোরেট নেতাদের প্রভাববিস্তারের বিরুদ্ধে এই প্রতিবাদ। শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১,২০০ স্থানে বিক্ষোভের ডাক দেওয়া হয়, যা ইউরোপের বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়ে।
মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির মধ্যেও ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল এলাকায় হাজারো মানুষ জড়ো হন। "হ্যান্ডস অফ" (আমাদের নিজের মতো চলতে দাও) শিরোনামের এই বিক্ষোভে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে 'ইনডিভিজিবল' অন্যতম। সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, "ট্রাম্প, মাস্ক ও রিপাবলিকানদের স্পষ্ট বার্তা: গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ বরদাশত করা হবে না।" বিক্ষোভকারীদের হাতে "মাস্ককে মঙ্গলে পাঠাও", "ডিওজিই বন্ধ কর" লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
জানুয়ারিতে গঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান হিসেবে ইলন মাস্কের নেতৃত্বে ২৩ লাখ ফেডারেল কর্মীর মধ্যে ২ লাখের বেশি পদ কাটা হয়েছে। মেরিল্যান্ডের বাল্টিমোরে সামাজিক নিরাপত্তা প্রশাসনের কার্যালয়ের বাইরে শত শত মানুষ অবস্থান নেন। সম্প্রতি এ সংস্থার ৭,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় উত্তাপ বাড়ে। লিন্ডা ফ্যালকাও নামে এক বিক্ষোভকারী বলেন, "দেশের ভবিষ্যৎ ভেবে আমি আতঙ্কিত।"
যুক্তরাষ্ট্রের পাশাপাশি বার্লিন, প্যারিস, লন্ডন, লিসবনসহ ইউরোপের শহরগুলোতেও ট্রাম্পবিরোধী মিছিল দেখা যায়। বার্লিনের টেসলা শোরুমের সামনে বিক্ষোভকারীরা "ইলন, তোমাকে কেউ ভোট দেয়নি" স্লোগান তোলে। প্যারিসের প্যালেস দে লা রিপাবলিকে ২০০ মার্কিন নাগরিক "গণতন্ত্র রক্ষা করুন" ব্যানার হাতে সমবেত হন। লন্ডনে ডেমোক্র্যাট সমর্থকরা ট্রাম্পের পদত্যাগ দাবি করেন।