সোমবার , ০৭ এপ্রিল ২০২৫
Monday , 07 April 2025
২৩ চৈত্র ১৪৩১
০৮ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৫, ৩ এপ্রিল ২০২৫

নিজ দেশের নাগরিককে গুলি করে মারল বিএসএফ

নিজ দেশের নাগরিককে গুলি করে মারল বিএসএফ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর গুলিতে তাদের দেশের এক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ভারতের কোচবিহার জেলার বাসিন্দা জাহানুর আলম (২৪)।  

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে জাহানুর আলমসহ একদল চোরাকারবারি চোরাই পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা রাবার বুলেট নিক্ষেপ করে। এতে জাহানুর গুরুতর আহত হয়ে জলাশয়ে পড়ে যান ও মৃত্যুবরণ করেন। পরে বিএসএফ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।  

ঘটনার পর লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের গোরকমণ্ডল ক্যাম্প টহল জোরদার করে এবং বিএসএফ-এর সাথে পতাকা বৈঠকের আহ্বান জানায়। সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত বিজিবি-বিএসএফ কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নায়েক সুবেদার ফিরোজ ও বিএসএফ-এর পক্ষে কমান্ডার গিরিশ চন্দ্র বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সকাল ১০টার দিকে বিএসএফ লাশটি ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।  

বিজিবি সূত্রে নিহত জাহানুর আলমের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার বাড়ি কোচবিহারের দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামে। 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিএসএফ-এর দেওয়া তথ্য অনুযায়ী, তাদের ওপর হামলার জবাবেই গুলি চালানো হয়। এটি ভারতের অভ্যন্তরীণ ঘটনা এবং বিজিবির কোনো সম্পৃক্ততা নেই।

সর্বশেষ

জনপ্রিয়