শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৭ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ২৫ মার্চ ২০২৫

মৃত্যুর আগে আলজাজিরার সাংবাদিকের আবেগঘন বার্তা

মৃত্যুর আগে আলজাজিরার সাংবাদিকের আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে আল জাজিরার একজন সাংবাদিকও রয়েছেন। 

উত্তর গাজায় মঙ্গলবার (২৫ মার্চ) আল জাজিরার নিহত ওই সাংবাদিকের নাম হোসাম শাবাত। মৃত্যুর আগে তিনি বিশ্ববাসীকে এক আবেগঘন বার্তা পাঠিয়ে গেছেন। তার মৃত্যুর পর সহকর্মীদের তা পোস্ট করতে বলে গেছেন। 

এতে তিনি লিখে গেছেন, আল্লাহর কসম- আমি একজন সাংবাদিক হিসেবে আমার কর্তব্য পালন করেছি। সত্য প্রকাশের জন্য আমি সব ঝুঁকি মাথা পেতে নিয়েছি এবং অবশেষে গত ১৮ মাসের ক্লান্তি শেষে এখন আমি বিশ্রামে (চিরনিদ্রায়) আছি। 

আমি এই সবকিছু করেছি ফিলিস্তিনিদের স্বার্থে। আমি বিশ্বাস করি এই ভূমি আমাদের এবং এটিকে রক্ষা করতে এবং এর সেবা করতে মৃত্যুবরণ করা আমার জীবনের সর্বোচ্চ সম্মান। 

শাবাত তার সহকর্মীদের অনুরোধ করে বলেন, গাজা নিয়ে কথা বলা বন্ধ করো না। বিশ্বকে চোখ ফিরিয়ে নিতে দিও না। লড়াই চালিয়ে যাও, আমাদের গল্প বলতে থাকো - যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়।

শাবাত লিখেছেন, গত ১৮ মাসের যুদ্ধে, তিনি “প্রতিটি মুহূর্ত” তার জনগণের জন্য উৎসর্গ করেছেন।

তিনি আরো লিখেছেন, আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে — যেখানেই পেরেছি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি, তবুও আমি কখনো আমার দেশের জনগণের পক্ষ ত্যাগ করিনি।

এদিকে সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়