শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৭ চৈত্র ১৪৩১
১১ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৯, ২৬ ডিসেম্বর ২০২৪

মানবাকৃতির রোবট বানাবে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই?

মানবাকৃতির রোবট বানাবে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই?
ছবি: সংগৃহীত

হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরির এক বিশাল কর্মযজ্ঞ চলছে প্রযুক্তি বিশ্বে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উৎকর্ষতায় এখন দারুন সব উদ্ভাবনী রোবট তৈরি হচ্ছে, যেগুলোকে মানব সমাজের বিভিন্ন খাতে কাজে লাগিয়ে মিলছে অভূতপূর্ব সাফল্যও। সম্প্রতি জানা গেল, এআই সক্ষমতা-সম্পন্ন মানবাকৃতির এক রোবট তৈরির পরিকল্পনা করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। 
প্রযুক্তি জগতের সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরির জন্য বিস্তারিত পরিকল্পনা করেছে ওপেনএআই এবং এই বিষয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে বিশদ আলোচনাও করেছে তাঁরা। রোবট তৈরির সাথে সরাসরি যুক্ত আছেন এমন দু’জন ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য দিয়েছে দ্য ইনফরমেশন। তবে রোবট তৈরি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ওপেনএআই’র তরফ থেকে। 
২০১৫ সালে অ-লাভজনক প্রতিষ্ঠান হিসেবে আবির্ভাব হলেও ওপেনআই প্রথম আলোচনায় আসে ২০২২ সালের নভেম্বরে এআই চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে আসার মাধ্যমে। এর পর থেকে অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠানকে। তবে জেনারেটিভ এআই-ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির জন্য সুপরিচিত হলেও, রোবট অঙ্গনে ওপেনএআই’র পদচারনা নতুন কিছু নয়। 
রোবট নির্মান প্রতিষ্ঠান ফিগার ও ১এক্সে (ওয়ানএক্স) বিনিয়োগ রয়েছে ওপেনএআই’র। তবে শুধু বিনিয়োগই নয়, গত আগস্টে উন্মোচিত ফিগারের মানবাকৃতির রোবট ‘ফিগার ০২’-তে ব্যবহার করা হয়েছে ওপেনএআই’র তৈরি এআই মডেল- যার কল্যাণে ন্যাচারাল ল্যাংগুয়েজে যোগাযোগ করতে সক্ষম রোবটটি। এছাড়া ওপেনএআই’র বিনিয়োগ রয়েছে রোবটের জন্য এআই সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান ফিজিক্যাল ইন্টেলিজেন্সেও। 
শুধু তাই নয়, এক সময় রোবটের জন্য আলাদা বিভাগও ছিল তাঁদের, যদিও ২০২১ সালে নিরবে নিভৃতে সেটা বন্ধ করে দেয় ওপেনএআই। এরপর থেকে নিজেরা উদ্যোগ না নিয়ে রোবট নির্মানের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করে আসছিল তাঁরা। তবে এবার মনে হচ্ছে মানবাকৃতির রোবট দিয়ে রোবটের জগতে ফিরতে চাইছে ওপেনএআই। চ্যাটজিপিটি’র পর তাহলে কি মানবাকৃতির রোবট-ই তাঁদের পরবর্তী লক্ষ্য? উত্তরটা জানতে না হয় আরও কিছু দিন অপেক্ষা করা যাক।     

সর্বশেষ

জনপ্রিয়