সমুদ্রের তলদেশে দীর্ঘতম ক্যাবল বসাবে মেটা

সমুদ্রের তলদেশে ৫০ হাজার কিলোমিটার দীর্ঘ সাব-সি ক্যাবল নির্মাণের ঘোষণা দিয়েছে মার্ক জাকরবার্গের প্রযুক্তি জায়ান্ট মেটা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আমেরিকা, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও অন্যান্য অঞ্চলের মধ্যে সংযোগ তৈরি করবে ‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’ নামের এই প্রকল্প। কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের দীর্ঘতম ‘আন্ডারওয়াটার ক্যাবল’ বা পানির নিচে ডেটা সংযোগ প্রকল্প।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও অন্যান্য প্রযুক্তিতে নিজেদের প্রসার বাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ প্রযুক্তি সমর্থক বিভিন্ন অবকাঠামো রয়েছে।
নতুন এই ক্যাবল প্রকল্পটি পাঁচটি প্রধান মহাদেশকে সংযুক্ত করবে বলে জানিয়েছে মেটা। পাশাপাশি নিজেদের বিভিন্ন এআই প্রকল্পের জন্যও সহায়ক হবে। দীর্ঘতম এই সাব-সি ক্যাবলে ২৪ ফাইবার পেয়ার সিস্টেম ব্যবহার করার কথা জানিয়েছে মেটা।
সমুদ্রের নিচের বিভিন্ন সাব-সি ক্যাবল ক্রমাগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন ডিজিটাল পরিষেবা ও দ্রুত গতিতে বিশ্বজুড়ে ডেটা স্থানান্তরে সবচেয়ে উপযোগী এমন ক্যাবলের মাধ্যমে। সমুদ্রের তলদেশের ক্যাবলের মাধ্যমে বিশ্বের ৯৫ শতাংশেরও বেশি ইন্টারনেট ট্রাফিক স্থানান্তরিত হয়।
টেলিযোগাযোগ বাজার গবেষণা কোম্পানি টেলিজিওগ্রাফির তথ্য অনুসারে, বর্তমানে বিশ্বে ৬০০টিরও বেশি সাব-সি ক্যাবল সিস্টেম রয়েছে। এর মধ্যে ‘২আফ্রিকা’ ক্যাবল অন্যতম। এটি মেটা ও মোবাইল নেটওয়ার্ক অপারেটর অরেঞ্জ, ভোডাফোন এবং চায়না মোবাইলেরর মতো মোবাইল নেটওয়ার্ক অপারেটর পরিচালনা করে। ক্যাবলটি তিনটি মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং এর দৈর্ঘ্য ৪৫ হাজার কিলোমিটার।