শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৭ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৭, ৭ জানুয়ারি ২০২৫

সৌদি আরবে চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন

সৌদি আরবে চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন
ছবি: সংগৃহীত

সৌদি আরবে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন ‘রিয়াদ মেট্রো’। স্থানীয় সময় রবিবার ভোর ৬টা থেকে যাত্রী পরিবহন শুরু করেছে এই আধুনিক মেট্রো। প্রতিদিন ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই ট্রেনের টিকিট অনলাইনে বা স্টেশন থেকে কিনতে পারবেন যাত্রীরা।

রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি) এর এক বিবৃতিতে জানানো হয়, ৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনের পাশাপাশি অন্যান্য লাইনেও রিয়াদ মেট্রোর পূর্ণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই মেট্রোতে যাত্রীরা স্টেশন থেকে সরাসরি টিকিট কিনে বা অনলাইনে বুকিংয়ের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন।  

রিয়াদ মেট্রো মূলত রাজধানী রিয়াদ এবং আশপাশের অঞ্চলগুলোকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। পুরো নেটওয়ার্কে রয়েছে ছয়টি লাইন। এগুলো হলো ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন।  

প্রথমে পরীক্ষামূলকভাবে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে ট্রেন চালু করা হয়। পরে গত বছরের ১৫ ডিসেম্বর থেকে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলক চলাচল শুরু করে।  

রিয়াদ মেট্রো চালকবিহীন ট্রেন হিসেবে বিশ্বের দীর্ঘতম এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তম নেটওয়ার্ক। এর মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার, যা পুরো পথজুড়ে ৮৫টি স্টেশন কভার করে।  

এই আধুনিক ট্রেন ব্যবস্থা সৌদি আরবের নগর উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পরিবহন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। 

 

সর্বশেষ

জনপ্রিয়