শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৭ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫২, ২৮ ডিসেম্বর ২০২৪

বন্ধুকে ফোন করার বিশেষ দিন আজ 

বন্ধুকে ফোন করার বিশেষ দিন আজ 
ছবি: সংগৃহীত

বন্ধু আমাদের জীবনের এমন একটি সম্পর্ক, যা সবসময়ই বিশেষ। সুখে-দুঃখে, আনন্দ-বিষণ্নতায়, জীবনের নানা মোড়ে বন্ধুরাই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় সঙ্গী। কিন্তু সময়ের ব্যস্ততায় আমরা অনেক সময়ই তাদের থেকে দূরে সরে যাই। আজকের দিনটি ঠিক সেই দূরত্ব ঘোচানোর জন্য—প্রিয় বন্ধুর সঙ্গে যোগাযোগ করার দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা হয়তো বন্ধুর জীবনের আপডেট জানতে পারি, রিলস কিংবা স্ট্যাটাসে রিয়েকশন দিতে পারি, কিন্তু ফোনে বন্ধুর কণ্ঠ শুনে সরাসরি কথা বলার যে আনন্দ, তা তুলনাহীন।  

এই পুরনো বন্ধুত্বকে আবারও নতুন করে ফিরে পেতে, স্মৃতির পাতা ঝালাই করে নিতে ‘কল এ ফ্রেন্ড ডে’-র গুরুত্ব অনেক। আজকের দিনটি ঠিক সেই কাজের জন্যই—বন্ধুকে কল করার দিন।  

সময়ের স্রোতে আমরা অনেক সময় প্রিয় বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলি। স্কুল-কলেজে যাদের ছাড়া একদিনও ক্লাসে যাওয়া সম্ভব ছিল না, তাদের সঙ্গে দেখা করা কিংবা কথা বলার জন্য এখন হয়তো ‘প্ল্যান’ করতে হয়।  

বন্ধুত্বে কখনোই সত্যিকারের ‘ব্রেকআপ’ হয় না। তাই সংকোচ ঝেড়ে ফেলে প্রিয় বন্ধুটিকে আজ একটি ফোন দিন। বন্ধুত্বের মাঝে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে, তবে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে আবারও সম্পর্কটিকে ঝালাই করুন। তাকে জানিয়ে দিন তার প্রতি আপনার কৃতজ্ঞতার কথা।  

তথ্যসূত্র: ডেজ অব দ্য ইয়ার 

সর্বশেষ

জনপ্রিয়