শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৭ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১৯ জানুয়ারি ২০২৫

সাইফের ওপর হামলাকারী কী বাংলাদেশি?

সাইফের ওপর হামলাকারী কী বাংলাদেশি?
ছবি: সংগৃহীত

বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। 

এনিডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ১৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, গত বুধবার গভীর রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজন অভিযুক্তকে তারা গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, পুলিশের তদন্তে অভিযুক্ত ব্যক্তিটিকে বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করা হয়েছে। 

ডেপুটি কমিশনার আরও বলেন, ‘তার কাছে কোনও ভারতীয় নথি নেই। আমরা সন্দেহ করছি যে সে বাংলাদেশের, আমরা তদন্ত করছি এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের অভিযোগ যুক্ত করেছি।’

তিনি বলেন, ‘আমরা তার কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করেছি যা থেকে বোঝা যায় যে সে বাংলাদেশের। সে অবৈধভাবে ভারতে এসেছিল এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখা হয়েছে। সে প্রায় চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছে এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতো।

গেদাম আরও যোগ করে বলেন, অভিযুক্তকে থানে থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত বুধবার গভীর রাতে সাইফ আলী খান তার বান্দ্রার বাড়িতে একজন দুর্বৃত্তের দ্বারা ছুরিকাঘাতের শিকার হন। হামলার সময় তাকে ছয়টি ছুরিকাঘাত করা হয়। যার মধ্যে গলায় এবং মেরুদণ্ডের কাছে আঘাত ছিল। গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে লিলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার করে তার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি ব্লেডের টুকরো বের করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ আলী খান এখন সুস্থ হচ্ছেন।

সর্বশেষ

জনপ্রিয়