মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
Tuesday , 15 April 2025
১ বৈশাখ ১৪৩২
১৬ শাওয়াল ১৪৪৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১৮ জানুয়ারি ২০২৫

সুস্থ হয়ে উঠছেন সাইফ আলী খান

সুস্থ হয়ে উঠছেন সাইফ আলী খান
ছবি: সংগৃহীত

বলিউড নায়ক সাইফ আলী খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে আলাদা কক্ষে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানালেন, সাইফের অবস্থা আগের তুলনায় বেশ ভালো। তিনি সুস্থ হয়ে উঠছেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে বান্দ্রার ফ্ল্যাটে হামলার শিকার হন সাইফ আলী খান। সাইফের শরীরে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছিল। এদিন লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর সাইফকে আইসিইউতে নেওয়া হয়।
গতকাল শুক্রবার হাসপাতালটির চিকিৎসক নিতিন নারায়ণ ডাঙ্গে সাংবাদিকদের জানান, সাইফ আলী খান এখন হাঁটতে পারছেন। তার কোনো জটিলতা নেই, শরীরে খুব একটা ব্যথাও নেই।
হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা নিরাজ উত্তমনির বলেন, ‘সাইফ আলী খানকে যখন হাসপাতালে আনা হয়েছিল, তখন তার শরীর রক্তে ভেজা ছিল। তবু বলব, তিনি খুবই সৌভাগ্যবান। অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাত্র দুই মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল। যদি ছুরি আর দুই মিলিমিটার গভীরে যেত, তাহলে তার অবস্থা গুরুতর হতো। এখন তিনি স্ট্রেচার ছাড়াই হেঁটে বেড়াতে পারছেন।
চিকিৎসকেরা আগামী এক সপ্তাহ সাইফকে পর্যবেক্ষণে রাখবেন বলে জানান এই কর্মকর্তা।
এদিকে মুম্বাই পুলিশ সাইফের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল বেলা ১১টার দিকে ধরা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে আপাতত আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হবে। 
সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশে ধারণা ছিল, ঘটনার পর সকালের প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই ভিরারের দিকে রওনা দেন অভিযুক্ত ওই ব্যক্তি। এরপরেই ভাসাই, নালাসোপারা ও ভিরার এলাকাজুড়ে তল্লাশি চালানো শুরু করে মুম্বাই পুলিশের দল। কয়েক ঘণ্টার চিরুনি তল্লাশি শেষে সিসিটিভিতে দেখতে পাওয়া ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা।
স্বামী সাইফের ওপর হামলার পর কারিনা এক পোস্টে লিখেছেন, ‘আমাদের পরিবারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা দিন ছিল। আমরা এখন পরিস্থিতির সঙ্গে সামলে ওঠার চেষ্টা করছি। ভেবে পাচ্ছি না যে এসব কীভাবে ঘটে গেল। এই কঠিন সময়ে আমি মিডিয়া ও পাপারাজ্জিদের অনুরোধ করছি, কোনো রকম গুজব ছড়াবেন না। আর এমন কোনো কাভারেজ দেবেন না, যা অসত্য। আমাদের নিরাপত্তা নিয়ে আপনারা যেভাবে চিন্তিত, আমাদের জন্য তা অনেক বড় বিষয়। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমাদের যে গণ্ডি আছে, তাকে সম্মান করুন, আমাদের একটু স্পেস দিন।’
 

সর্বশেষ

জনপ্রিয়