শনিবার , ১৯ এপ্রিল ২০২৫
Saturday , 19 April 2025
৬ বৈশাখ ১৪৩২
২০ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২২, ১৯ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রেও দর্শকদের উৎসাহে ‘হাউজফুল’ শাকিব খানের ‘বরবাদ’

যুক্তরাষ্ট্রেও দর্শকদের উৎসাহে ‘হাউজফুল’ শাকিব খানের ‘বরবাদ’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। গত ১৭ এপ্রিল নিউইয়র্কের সিনেমার্ট সিনেমাসে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম শোয়ে মুক্তি পায় এই চলচ্চিত্র। স্থানীয় সময়ে প্রদর্শনী শুরুর আগেই থিয়েটারের সব টিকিট বিক্রি হয়ে যায়। শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ-র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো সিনেমা পরিবেশনায় সফলতা পেলেন এই সুপারস্টার। আজ ১৯ এপ্রিল কানাডার থিয়েটারগুলোতেও মুক্তি পাবে ‘বরবাদ’।  

নিউ ইয়র্কের সিনেমার্ট সিনেমাসের ম্যানেজার বারী বলেন, ১৯৫২ সাল থেকে যাত্রা শুরুর পর এই প্রথম কোন বাংলা ভাষার সিনেমা রিলিজ পেল তাদের হলে। আর প্রথম শো'তেই দর্শক একেবারে কানায় কানায় পূর্ণ। ছবি দেখে হল থেকে বের হওয়া দর্শকদের মুখেও শোনা গেল উচ্ছ্বাস আর ভাললাগার কথা।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফার্স্ট শো-তে বরবাদ দেখে জানিয়েছেন, কমার্শিয়াল সিনেমা হিসেবে বরবাদ খুব ভালো লেগেছে। পুরো সিনেমা জুড়ে আমাদের শাকিব ভাই ছিলেন ওয়ান ম্যান আর্মি। তাকে দেখতেও অসাধারণ লেগেছে। এখানে বরবাদ ভালো চলবে।  

নিউ ইয়র্কে প্রথম শো উপভোগ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। বরবাদ দেখে তিনি বলেন, ঈদের দিন বাংলাদেশে বরবাদের টিকিট পাইনি। পরদিন ব্যক্তিগত কাজে নিউইয়র্ক চলে আসি। এজন্য এখানে বরবাদ দেখে খুব এনজয় করেছি। দেশের মতো এখানেও শো হাউজফুল গেছে। সিনেমার টুইস্ট আমার মুগ্ধ করেছে, পুরো সিনেমাটাই এন্টারটেইনিং। যখন আমি সিনেমা করবো, চাইবো আমার সিনেমাটাও যেন এমন হয়।

এসকে ফিল্মস সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটার পাবে 'বরবাদ'। যুক্তরাষ্ট্রের বাঙালী বসবাসকারী এলাকায় বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

সর্বশেষ

জনপ্রিয়