বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
Wednesday , 16 April 2025
২ বৈশাখ ১৪৩২
১৭ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৬, ১৬ এপ্রিল ২০২৫

১০০ কোটির মাইলফলক ছুঁতে পারবে শাকিবের বরবাদ?

১০০ কোটির মাইলফলক ছুঁতে পারবে শাকিবের বরবাদ?
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ১০০ কোটি টাকার ব্যবসা একসময় অকল্পনীয় ছিল। কিন্তু শাকিব খানের সিনেমা একের পর এক রেকর্ড ভাঙায় এখন এই প্রশ্নই উঠছে: ঢালিউডের প্রথম ১০০ কোটির সিনেমা হবে কি ‘বরবাদ’?  

গত বছর শাকিবের ‘প্রিয়তমা’ ৪৪ কোটি ও পরের বছর ‘তুফান’ ৫৬ কোটি টাকা আয় করে নতুন ইতিহাস গড়ে। এরপরই দর্শকদের প্রত্যাশা, কবে শাকিবই ১০০ কোটির দৌড়ে নামবেন। ঈদুল ফিতরে মুক্তি পেয়ে সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’।  

প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের ভিড়ে উত্তাল হল। লম্বা লাইন, টিকিটের ধাক্কায় শাকিব নিজেও জানান, তার পরিবারও টিকিটের অভাবে সিনেমা দেখতে পারেননি। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশনের তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহেই ‘বরবাদ’ আয় করে ২৭.৪৩ কোটি, যা আগের সকল রেকর্ড ছাড়িয়ে যায়। মুক্তির পরের ৪ দিনে আরও ১০ কোটি যোগ হয়ে ১১ দিনে মোট আয় দাঁড়ায় ৩৭ কোটির বেশি।  

প্রযোজক শাহরিন আক্তার জানান, ১২৩টি হলে ধারাবাহিক শো চলায় এই সপ্তাহেই আয় ৫০ কোটিতে পৌঁছাতে পারে। ঈদুল আজহার আগ পর্যন্ত প্রেক্ষাগৃহে দাপট ধরে রাখলে এবং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যে মুক্তি পেলে আন্তর্জাতিক বাজার থেকে আরও ১০-১৫ কোটি আসতে পারে বলে তিনি আশাবাদী।  

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, বর্তমান গতিতে টিকেট বিক্রি ও আন্তর্জাতিক রিলিজ হলে ১০০ কোটি টাকার মাইলফলক অসম্ভব নয়। যদি সত্যি হয়, তবে শাকিব খানের নামেই ঢালিউডে লেখা হবে সোনালি অধ্যায়!

সর্বশেষ

জনপ্রিয়