বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
Wednesday , 16 April 2025
২ বৈশাখ ১৪৩২
১৬ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৫, ১৫ এপ্রিল ২০২৫

কবে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’?

কবে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’?
ছবি: সংগৃহীত

দর্শকদের মধ্যে তুমুল আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজনের সমাপ্তি হয়েছে দুই বছর আগে। ২০২২ সালের ডিসেম্বরে শেষ পর্বটি মুক্তির পর থেকেই নতুন সিজনের জন্য উন্মুখ ছিলেন ভক্তরা। 

অবশেষে ধারাবাহিকটির পরিচালক কাজল আরেফিন নতুন সিজনের আভাস দিয়েছেন। গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শেষ দৃশ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পাত্র-পাত্রীদের হাজির করায় নতুন মৌসুমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

কাজল আরেফিন সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ কবে আসবে—এমন প্রশ্ন অনেক দিন ধরে শুনে আসছি। দর্শকদের আর অপেক্ষা করাতে চাইছি না। শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ তাঁর এই বার্তা ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। 

‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজনজুড়ে পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, বোরহান, জাকির, অন্তরার মতো চরিত্রগুলো দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই এই চরিত্রগুলো নিয়ে আলোচনা হয়। ঈদের ওয়েব ফিল্মে তাদের ক্যামিও দেখে অনেকেই অনুমান করছেন, নতুন সিজনে হয়তো পুরনো চরিত্রগুলোর পাশাপাশি যোগ হবে নতুন মুখ।

২০১৭ সালে যাত্রা শুরু করা এই সিরিজে অভিনয় করেছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী। নতুন সিজনের কাস্টিং বা কাহিনি কেমন হবে, তা এখনও রহস্য থাকলেও দর্শকদের ধারণা, আগের মতোই বন্ধুত্ব, প্রেম ও রহস্যের মিশেলে তৈরি হবে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’।

সর্বশেষ

জনপ্রিয়