মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
Tuesday , 15 April 2025
১ বৈশাখ ১৪৩২
১৬ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:০৫, ৮ এপ্রিল ২০২৫

পেছাল স্বাধীনতা কনসার্ট 

পেছাল স্বাধীনতা কনসার্ট 
ছবি: সংগৃহীত

ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে ১১ এপ্রিল ঢাকাসহ চার বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছিল ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। নতুন খবর হলো, নির্ধারিত দিনে হচ্ছে না কনসার্টটি। ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে এ কনসার্ট। সোমবার সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই নতুন সময়সূচির কথা জানান।

এ প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। এ মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি। ‘‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।’

আরও বলেন, ‘১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও ছিল। যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান ও আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব, সে জন্য ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’

এ্যানি বলেন, ‘বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, সে জন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।’

এদিন দুপুরে এ্যানি ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে আয়োজন করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়