সোমবার , ০৭ এপ্রিল ২০২৫
Monday , 07 April 2025
২৩ চৈত্র ১৪৩১
০৮ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭, ৬ এপ্রিল ২০২৫

প্রেমে মজেছেন বারবার, তবুও সিঙ্গেল বলিউডের এই নায়িকারা

প্রেমে মজেছেন বারবার, তবুও সিঙ্গেল বলিউডের এই নায়িকারা
ছবি: সংগৃহীত

সমাজের চোখে বিয়েকে প্রায়শই জীবনের পূর্ণতা হিসেবে দেখা হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই ধারণা আরও গভীর। কিন্তু প্রচলিত এই ধারাকে না মেনে স্বাধীনভাবে বিয়ে ছাড়াই জীবন কাটিয়ে দিচ্ছেন বলিউডের একাধিক অভিনেত্রী। প্রেম, সম্পর্ক, ক্যারিয়ার—সবই আছে, তবু বিয়ের সিদ্ধান্ত নেননি তাঁরা। 

বিভিন্ন সময়ে তাঁরা গণমাধ্যমে জানিয়েছেন, কেন বিয়ের পিঁড়িতে বসেননি, নিজের প্রেমের বিষয়েও তাঁরা ছিলেন অকপট। এ নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন, জেনে নিই বলিউডের এমন ৪ অভিনেত্রীর গল্প!

সুস্মিতা সেন

বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী একাধিকবার প্রেম করেছেন, কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেননি। রণদীপ হুডা, মিলিন্দ সোমান, বিক্রম ভট্টের মতো ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর সম্পর্ক আলোচিত হয়েছে। শেষ পর্যন্ত কাশ্মীরি মডেল রোহমান শলের সঙ্গেও দীর্ঘদিন কাটালেও সম্পর্ক টেকেনি। দুটি মেয়েকে দত্তক নিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন সুস্মিতা। এখনও তিনি অবিবাহিত থাকার পক্ষেই সওয়াল করেন।  

টাবু

৫২ বছর বয়সেও টাবুর রূপ ও প্রতিভার জৌলুসে মোহিত করেন দর্শকদের। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে সক্রিয় থেকেও কখনো ঘনিষ্ঠ সম্পর্কে জড়াননি তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "একা থাকাটা আমার জন্য যন্ত্রণার নয়। ভুল মানুষের সঙ্গে জীবন কাটানোর চেয়ে একাকিত্বই ভালো।"  

আমিশা প্যাটেল

২০০১ সালে 'গদর' দিয়ে বাজিমাত করা আমিশা পরবর্তীতে ক্যারিয়ারে উত্থান-পতন দেখেছেন। একাধিক সম্পর্কেও জড়ালেও বিয়েকে এড়িয়েছেন তিনি। গত বছর 'গদর ২' এর মাধ্যমে ফিরে আবারও প্রমাণ করেছেন তাঁর প্রতিভা।  

রেখা

বিয়ের পরও একা জীবন বেছে নেওয়া রেখার গল্প ভিন্ন। ১৯৯০ সালে মুকেশ আগারওয়ালকে বিয়ে করলেও মাত্র সাত মাস পর তাঁর আত্মঘাতী মৃত্যু রেখাকে গভীরভাবে প্রভাবিত করে। এরপর দীর্ঘদিন ধরে অমিতাভ বচ্চনের প্রতি তাঁর ভালোবাসার গুঞ্জন থাকলেও বিয়ের পথে হাঁটেননি তিনি। 

সর্বশেষ

জনপ্রিয়