সোমবার , ০৭ এপ্রিল ২০২৫
Monday , 07 April 2025
২৩ চৈত্র ১৪৩১
০৮ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৮, ৫ এপ্রিল ২০২৫

নেপালে তিন মিনিটে দু’দফা ভূমিকম্প

নেপালে তিন মিনিটে দু’দফা ভূমিকম্প
ছবি: সংগৃহীত

হিমালয়ান অঞ্চলের দেশ নেপালে শুক্রবার (৫ এপ্রিল) রাতে তিন মিনিটের ব্যবধানে দুর্ধর্ষ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৫.২ এবং দ্বিতীয়টির ৫.৫। দেশটির পশ্চিমাঞ্চলীয় জাজারকোট জেলার পানিক এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তি হয় বলে নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র নিশ্চিত করেছে।  

ভূমিকম্প দুটির সময় স্থানীয়ভাবে ব্যাপক আতঙ্ক ছড়ায়। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাজারকোটে কম্পন তীব্রভাবে অনুভূত হয়। এছাড়া, প্রতিবেশী ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারের কিছু অংশেও কম্পন টের পাওয়া যায়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫২ মিনিট নাগাদ উত্তর ভারত ও নেপালজুড়ে কম্পন ধরা পড়ে। তবে এখনও পর্যন্ত প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

এ ঘটনার প্রেক্ষাপটে গত এক সপ্তাহে এশিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্পের ধারাবাহিকতা উদ্বেগ বাড়িয়েছে। গত শুক্রবার (২৯ মার্চ) মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তিন হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত তার প্রভাব পড়ে। এরপর ১ এপ্রিল মিয়ানমারে আবারও ৪.৭ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। 

নেপালে ২০১৫ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। এবারের কম্পনে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি না থাকলেও স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। ভূকম্পনবিদরা আশঙ্কা করছেন, আগামী দিনে এই অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি থেকেই যাচ্ছে।  

সর্বশেষ

জনপ্রিয়