সালমানের রোষে ভাতিজা আরহান

বলিউড সুপারস্টার সালমান খানের রাগের মুখে পড়েছেন তারই ভাতিজা আরহান খান। ভাষা ব্যবহার নিয়ে পডকাস্টে তীব্র সমালোচনা করেন সালমান।
৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আরহানের সঙ্গে সালমানের নতুন পডকাস্ট। সেখানেই ভাতিজা আরহান ও তার বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে রেগে যান তিনি। কারণ হিসেবে উঠে আসে হিন্দির বদলে ইংরেজিতে কথা বলার প্রবণতা।
পডকাস্টে আরহানের সঙ্গে ছিলেন তার বন্ধু আরুষ বর্মা ও দেব রাইয়ানি। কথোপকথনের সময় তিনি বারবার হিন্দির বদলে ইংরেজি ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেন সালমান। তিনি জোর দিয়ে বলেন, "হিন্দি আমাদের মাতৃভাষা। দর্শকদের সম্মান দেখাতে হলে এই ভাষায় স্বাচ্ছন্দ্য থাকা জরুরি।"
এ সময় আরহান রসিকতা করে বললে, "সবাই তো হিন্দি বোঝে না!" উত্তরে সালমান কঠোর সুরে বলেন, "তোমাদের লজ্জা করা উচিত! হিন্দি না জানলে কীভাবে শ্রোতাদের সঙ্গে যোগাযোগ করবে? নাকি শোটি শুধু নিজেদের জন্য করছ?"
আরহান জানান, তারা হিন্দি চর্চা করছেন। তবে সালমান স্পষ্ট করে দেন, "ভুল হলে আমি ঠিক করে দেব, কিন্তু হিন্দিতে কথা বলতেই হবে।" এ নিয়ে অস্বস্তিতে পড়েন আরহান ও বন্ধুরা। পরে সালমান তাদের আশ্বস্ত করেন আয়ের বিষয়ে জিজ্ঞেস করে, "এই শো থেকে আয় করার ইচ্ছে আছে তো?"
পরিবারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার পরামর্শও দেন সালমান। তিনি বলেন, "জীবনে যা-ই হোক, পরিবার ও বন্ধুদের সর্বদা প্রাধান্য দাও। এটাই আমার সাফল্যের মূলমন্ত্র।"