শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
Friday , 11 April 2025
২৮ চৈত্র ১৪৩১
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১২, ১৪ জানুয়ারি ২০২৫

এপ্রিলে হতে পারে বিজিএমইএ ও এফবিসিসিআই নির্বাচন

এপ্রিলে হতে পারে বিজিএমইএ ও এফবিসিসিআই নির্বাচন
ছবি: সংগৃহীত

এপ্রিলে হতে পারে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন। ৫ আগস্টের পর থেকে এ দুটি সংগঠন পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া প্রশাসক। তাঁরা জানান, সংগঠনে সংস্কার আনতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করতে নির্বাচনে দেরি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, নির্বাচিত কমিটি দায়িত্ব পেলে আমদানি-রপ্তানি বাড়বে।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন বলেন, ৫ আগস্ট পট পরিবর্তনের পর পদত্যাগ করেন এফবিসিসিআই ও বিজিএমইএ এর সভাপতি। সংগঠনগুলো চলছে প্রশাসক দিয়ে। ১০ জানুয়ারির মধ্যে নির্বাচন করার কথা ছিল। কিন্তু এখনই তা হচ্ছে না।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এর প্রশাসক মো. হাফিজুর রহমান জানান, কমিয়ে আনা হচ্ছে পরিচালক ও সহ-সভাপতির সংখ্যা। রাজনৈতিকভাবে নয়, সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হবেন। এ রকম সংস্কার অব্যাহত রয়েছে তাই নির্বাচন দিতে দেরি হচ্ছে।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন জানান, ২৬ জানুয়ারি নির্বাচনবোর্ড গঠন করা হবে। এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন দেওয়া সম্ভব হবে।
এ মাসেই হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান বিজিএমইএর প্রশাসক।
 

সর্বশেষ

জনপ্রিয়