সোমবার , ০৭ এপ্রিল ২০২৫
Monday , 07 April 2025
২৩ চৈত্র ১৪৩১
০৮ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিগত সরকারের অযৌক্তিক চুক্তিতে জ্বালানির দাম বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

বিগত সরকারের অযৌক্তিক চুক্তিতে জ্বালানির দাম বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিগত সরকারের জ্বালানি খাতে অযৌক্তিক চুক্তির কারণে জ্বালানি মূল্য বেড়েছে। তবে, বর্তমানে দুর্নীতি কমায় এখাতে দাম কমার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও বস্ত্র উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ১৯ তম বস্ত্র মেলা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, গ্যাস সংকট ও দাম সহনীয় না হলে এ খাতে নতুন বিনিয়োগ আসবে না। যা সামগ্রিক অর্থনীতি জন্য অমঙ্গলজনক। এসব বিবেচনায় নিয়ে সরকারকে সমস্যার সমাধান করতে হবে। 

অনুষ্ঠানে জ্বালানি সমস্যার কারণ হিসেবে বিগত সরকারের দুর্নীতিকে সামনে আনেন বাণিজ্য উপদেষ্টা। উপদেষ্টা বলেন, সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে, ব্যয় সাশ্রয়ী পথে হাঁটতে ব্যবসায়ীদের বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়